সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের (স্নাতক) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯ টা থেকে সিকৃবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে রেজিস্ট্রেশনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষদীয় ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটি-২০২৫ এর আহব্বায়ক প্রফেসর ড.মোহাম্মদ ইউসুফ মিয়ার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী,ভেটেরিনারি,এনিম্যাল ও বায়োমেডিকেল সাইন্সেস অনুষদের ডিন ড.মোঃ সিদ্দিকুল ইসলাম,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার,কোয়ালিটি ফিড লি.এর জি.এম.হেড জব মার্কেটিং ডাঃ মোঃ আব্দুর রহিম সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,তোমরাই অবদান রাখবে এদেশের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে।সেজন্য নিজেদেরকে যোগ্য ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে হবে।তোমরা মনে রাখবে পরিশ্রম কখনোই বৃথা যায় না।সেজন্য নিজেদেরকে পরিশ্রমী হিসেবে গড়ে তুলতে হবে।নিজেকে রক্ষা করতে হবে সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে।
তিনি আরো বলেন,নিজেকে লবনের মত গড়ে তুলবে যেন তোমাদেরকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কেউ ব্যবহার করতে না পারে।পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কো কারিকুলার অ্যাক্টভিটিতে নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করবে।
উলেখ্য,আগামী ৩ আগস্ট থেকে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে ।
একুশে সংবাদ/এ.জে