ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি)’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ফল উৎসব।
শুক্রবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ মুসলিম হল মাঠে এই আয়োজনে অংশ নেন ঢাকায় অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীরা। মৌসুমি ফলের বাহারি আয়োজন আর উৎসবমুখর পরিবেশে মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবুলাইচ সম্রাট, শিক্ষা ক্যাডারের আল আমিন, ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিন ইয়ামিন মোল্লা, গণঅধিকার পরিষদের সদস্য সরকার নুরে এরশাদ সিদ্দিকী, কেএসডব্লিউএডি’র সাবেক সভাপতি মোয়াচ্ছেল হোসেন শিমুল, বর্তমান সভাপতি মো. ইমন মিয়া ও সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ অনেকে।
দেশীয় আম, কাঁঠালসহ নানা মৌসুমি ফল নিয়ে অংশ নেন কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ পথচলায় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “ঢাকার যান্ত্রিক জীবনে এমন আয়োজন আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করে। কুড়িগ্রামের আবহ মিশে থাকে এই উৎসবে।”
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত কেএসডব্লিউএডি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থানরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের পারস্পরিক সহায়তা, ঐতিহ্য রক্ষা এবং শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত রাখতে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন