AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর


Ekushey Sangbad
রাবি প্রতিনিধি
০৫:২৩ পিএম, ২৮ জুলাই, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বহু প্রতীক্ষিত এই নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক তফসিল ঘোষণা করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী:

  • ৩১ জুলাই: আচরণবিধি প্রকাশ

  • ৬ আগস্ট: খসড়া ভোটার তালিকা প্রকাশ

  • ৭, ১০-১২ আগস্ট: ভোটার তালিকা সংশোধনের আবেদন ও নিষ্পত্তি

  • ১৪ আগস্ট: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • ১৭-১৯ আগস্ট: মনোনয়নপত্র সংগ্রহ

  • ২১, ২৪-২৫ আগস্ট: মনোনয়নপত্র দাখিল

  • ২৭-২৮ আগস্ট: মনোনয়ন যাচাই-বাছাই

  • ৩১ আগস্ট: প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ

  • ২ সেপ্টেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন

  • ৪ সেপ্টেম্বর: চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ

  • ১৫ সেপ্টেম্বর: প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ, পরে ভোট গণনা ও ফল ঘোষণা

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, “প্রায় তিন যুগ পর রাকসু নির্বাচন হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার এবং নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় হয়েছে। নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমরা আশাবাদী।”

ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান, কমিশনার ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও নির্বাচন কমিশনের সদস্যরা।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!