সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশনের পরে বিভিন্ন অনুষদে ক্লাস শুরু হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আগামী ৩০ জুলাই স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানের জন্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। উনাদের প্রতিউত্তর পেলে জানাতে পারবো কারা থাকছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ বলেন, আমরা আগামী ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। প্রতিবারের মতো এবারো কালচারাল ইভেন্ট থাকবে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার পাশাপাশি বাইরে থেকে সাংস্কৃতিক কর্মীদের আনার পরিকল্পনা আছে।
এবছর সিকৃবিতে আসন সংখ্যা ৪৩১ থেকে ১৪৯টি আসন বেড়ে ৫৮০ টিতে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ভেটেরিনারি অনুষদে আসন সংখ্যা ৫০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়। এছাড়াও কৃষি ও মাৎসবিজ্ঞান অনুষদে ২০ শতাংশ করে আসন বৃদ্ধি করা হলেও নতুন করে নির্মান করা হয়নি কোন অবকাঠামো।
আসন সংখ্যা বৃদ্ধির বিপরীতে সুষ্ঠুভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম বলেন, আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। যেহেতু এবার ছাত্র সংখ্যা বেশি তাই আমরা দুটি সেকশনে ক্লাস কার্যক্রম পরিচালনা করবো। এক্ষেত্রে ভেটেরিনারি অনুষদের নতুন ও পুরাতন দুটি ভবনে ক্লাস হবে। ইতোমধ্যে আমরা ক্লাস রুটিন তৈরি করে ফেলেছি। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ওরিয়েন্টেশন পরবর্তীতে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন হবে। ওরিয়েন্টেশনের পরের দিন থেকেই শ্রেণী কার্যক্রম শুরু হবে।
একুশে সংবাদ/এ.জে