জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল, কুরআন এবং অন্যান্য উপহারসামগ্রী দিয়ে বরণ করেছে জবি শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৭ ই জুলাই) দুপুর ২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি মাঠে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো.রিয়াজুল ইসলাম সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক আব্দুল চলিম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা গালিব। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন এবং জবি ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন,"আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তর হোক এমন একটা রাজনীতি মূলত চাই। আপনি আপনার আদর্শকে চর্চা করুন, আপনার আদর্শকে মানুষের সামনে তুলে ধরুন যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করবে। ছাত্র রাজনীতি হবে শিক্ষাবান্ধব, মানুষ তৈরির কারখানা, ছাত্রদের অধিকার আদায়ের জন্য, ছাত্র রাজনীতি হবে শিক্ষা শিক্ষার গুণগত পরিবর্তনের জন্য এবং ভবিষ্যতে আল্টমেটলি এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য।"
প্রধান আলোচকের বক্তব্যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা গালিব বলেন, "একটা জাতি নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে সারাদিন মারামারি করে তাহলে এই জাতি কোন দিন উন্নত হবে না। জাতির উন্নয়নের জন্য ন্যাশনাল ইউনিটি প্রয়োজন। মানুষ একটা মোরাল ক্রাইসিসের মধ্যে আছে যদি আমরা আমদের কনজারভেটিভ ইসলামিক মোরাল প্রিন্সিপলের সাথে আমাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টকে একসাথে বিল্ড করতে পারি তাহলে যেটা আমরা সারা বিশ্বকে দেখাইতে এটা আমাদের আছে।"
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, "কেউ যেন আমাকে ভিন্ন দিকে না নিয়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে। জ্ঞান অর্জনের দিকে বেশি খেয়াল রাখতে হবে, এখন আমাদের এই কার্যক্রম তোমাদের আগামী ৩০ বছরের কাজে লাগবে।"
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বলেন, "আমারা নৈতিক শিক্ষা অর্জন করতে না পারার কারণে আজ আমাদের পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। গত ১৭ বছর যা করতে পারে নাই তা এই ছাত্রসমাজ করে দেখিয়েছে। আগামীতে এই ছাত্রসমাজ নতুন বাংলাদোশ গড়ার দৃপ্ত শপথ গ্রহণ করবে।"
একুশে সংবাদ/এ.জে