জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেন।
এর আগে, সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার পাটোয়ারীকে মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়। দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষা উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে তার নিয়োগকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রমতে, আগামী দিনে তার নেতৃত্বে জাপা আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে