চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ১৫ অক্টোবর, বুধবার।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী। তফসিল অনুযায়ী আগে ১২ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।
তফসিল অনুযায়ী ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।
চাকসু ও হল সংসদ মিলে এবার মোট জমা পড়েছে ৯৩১টি মনোনয়নপত্র। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪২৯টি এবং হল সংসদের জন্য ৫০২টি। সর্বমোট ১ হাজার ১৬৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

