ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের মাস্টার্স ৩১তম ব্যাচের বিদায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ র্যালি বের হয়।
পরে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। অর্থনীতি ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতি ক্লাবের কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
একুশে সংবাদ / এ.জে