AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান, দাবীর সাথে উপাচার্যের একাত্মতা



পবিপ্রবিতে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান, দাবীর সাথে উপাচার্যের একাত্মতা

প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মূল ক্যাম্পাসে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা প্রাণী চিকিৎসা ও প্রাণী উৎপাদন—দুই ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড (বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এ্যানিমেল হাজবেন্ড্রি) ডিগ্রি চালুর দাবি জানান।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও গুরুত্বপূর্ণ সড়ক হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে থামে। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবি, দেশে বর্তমানে ভেটেরিনারি সায়েন্স ও এ্যানিমেল হাজবেন্ড্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে সাতটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটি মাত্র ডিগ্রিতে প্রাণী চিকিৎসা ও উৎপাদনসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি পর্যায়ে সব ধরনের পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ পবিপ্রবিতে এখনও এএইচ ডিগ্রি পৃথকভাবে থাকায় এ্যানিমেল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটরা নিয়োগ বিজ্ঞপ্তিতে অবহেলিত হচ্ছে।

শিক্ষার্থীরা দাবি করেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও জাতীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ নিশ্চিত করতে হলে এ্যানিমেল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্সের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কম্বাইন্ড ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি।

স্মারকলিপি গ্রহণ করে  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,"তোমাদের এই দাবিটি যৌক্তিক। আমি তোমাদের স্মারকলিপিটি অধিদপ্তরে খুব দ্রুত সময়ে পাঠিয়ে দিবো। তিনি আরও বলেন,দেশের স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি হওয়া এখন সময়ের দাবি। আমি তোমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি।"

এ বিষয়ে লেভেল ৪ সেমিস্টার ১ এর শিক্ষার্থী তানসিন হাসান বলেন,"একজন খামারির যেমন প্রাণীর চিকিৎসা দরকার, তেমনি প্রয়োজন উন্নত ব্যবস্থাপনা। এই দুই চাহিদা একসঙ্গে পূরণে কম্বাইন্ড ডিগ্রি এখন সময়ের দাবি। এতে প্রাণিসম্পদ খাত আধুনিক ও দক্ষ ভিত্তির ওপর গড়ে উঠবে। সর্বোপরি দেশ উপকৃত হবে।"

উল্লেখ্য, গতকাল বুধবার থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে তাদের দাবির পক্ষে আন্দোলন শুরু করেন। আজ দ্বিতীয় দিনেও তারা ক্লাস বর্জন করে কর্মসূচি পালন করেন।


একুশে সংবাদ/এ.জে

Link copied!