জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ মে ২০২৫) সকাল ৯টায় এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্য ও চেতনার গুরুত্ব তুলে ধরে বলেন, কাজী নজরুল ইসলামের কালজয়ী রচনা ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বিদ্রোহী কবি নজরুল তাঁর লেখনী, সংগীত ও সংগ্রামী জীবনচেতনার মাধ্যমে জাতিকে বারবার উজ্জীবিত করেছেন। তাঁর জন্মদিনে এমন আয়োজন জাতির কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের এক গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।
একুশে সংবাদ/ এ.জে