গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের ভাবড়াশুর বাজার, বোয়ালিয়া বাজার ও কালিনগর বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ পদপ্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ মৃধা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাকুল মৃধা, সাধারণ সম্পাদক বাসু সরদার, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক ঝন্টু মিয়া, বিএনপি নেতা মো. লাবু মৃধা, মো. রিপন মিয়া, মো. জামাল মিয়া, মো. কামাল হোসেন, সাইফুল ইসলাম, আজগর হোসেন, মফিজ মিয়া, বিপ্লব মিয়াসহ আরও অনেকে।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং বেকারত্ব দূর করা হবে।
একুশে সংবাদ/এ.জে