AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অফিস সহকারী বিল্লালের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক



অফিস সহকারী বিল্লালের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অফিস সহকারী মোঃ বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

আজ শনিবার ভোর ৩ টায় ঢাকার গ্রিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথার টিউমার জনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মোঃ বিল্লাল হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজ দুপুর ২ টায় বালিয়া ভেকুটিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুম বিল্লাল হোসেনকে গত পহেলা অক্টোবর বুধবার দুপুর ১টায় ব্রেন স্ট্রোক জনিত কারণে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করানো হয় ও সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ৩ অক্টোবর শুক্রবার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার অবস্থান উন্নতি না দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে অতিসত্ত্বর ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শুক্রবার বিকাল ৩টায় বিল্লাল হোসেনকে নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হলে ঢাকায় প্রবেশের সাথে সাথে তার অবস্থার ক্রমাগত অবনতির ঘটলে তাকে নিকটস্থ গ্রিন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৩ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি যশোর জেলার সদর উপজেলার ৯নং আরবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বালিয়া ভেকুটিয়া গ্রামের দক্ষিণ পাড়ায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইটি ছেলে সন্তান রেখে গেছেন।

এক শোক বার্তায় অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, মোঃ বিল্লাল হোসেন যবিপ্রবির একজন জ্যেষ্ঠ কর্মচারী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। বিল্লাল হোসেনের অকাল প্রয়াণে যবিপ্রবি পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

এদিকে মোঃ বিল্লাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দরাও তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!