AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় মোবাইলের প্রেমে ঘর ছাড়লেন তরুণী, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার


Ekushey Sangbad
সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ
১২:২০ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

সাটুরিয়ায় মোবাইলের প্রেমে ঘর ছাড়লেন তরুণী, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের খাশের চর এলাকায় মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়ে পালানো এক তরুণীকে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রায় চার মাস আগে হরগজ খাশের চর এলাকার সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৬)-এর হাতে পরিবারের পক্ষ থেকে একটি মোবাইল ফোন তুলে দেওয়া হয়। কয়েক দিন পর সেই মোবাইলের মাধ্যমে পাবনা জেলার বাসিন্দা সাকিল নামে এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্ক গভীর হলে সুমাইয়া কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে পাবনা চলে যায়। পরে ফোনে পরিবারকে জানায় যে, সে প্রেমিকের সঙ্গে ভালো আছে এবং তাদের খোঁজ না নিতে অনুরোধ জানায়।

এ ঘটনায় মেয়েকে ফিরে পাওয়ার আশায় সুমাইয়ার বাবা সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মেয়েকে দ্রুত উদ্ধার না পাওয়ায় তিনি সাটুরিয়া ডাকবাংলোয় সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে শনিবার (৪ অক্টোবর) রাতে নাটোর জেলা থেকে সুমাইয়াকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

উদ্ধারের পর সুমাইয়া জানান, “মোবাইল ফোনের মাধ্যমে সাকিলের সঙ্গে আমার সম্পর্ক হয়। আমি নিজের ইচ্ছায় তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছি এবং সেখানে ভালোই ছিলাম।”

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনটি বন্ধ থাকায় কিছুটা সময় লেগেছে। তরুণীর পরিবারের পূর্ণ সহযোগিতা পেলে আরও আগেই তাকে উদ্ধার করা সম্ভব হতো। ঘটনাটি নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!