AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির বিভিন্ন ক্লাব-সংগঠন



গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির বিভিন্ন ক্লাব-সংগঠন

জিএসটি গুচ্ছ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই, খাতা জমা রাখাসহ লেবুর শরবত, সুপেয় পানি পান ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ক্লাব-সংগঠন।

শুক্রবার (৯ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য ইনফরমেশন অ্যান্ড হেল্পডেস্ক স্টল দিয়ে সার্বিক সহযোগিতা করতে দেখা গেছে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি, চৌগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, যবিপ্রবি ব্লাড ব্যাংক, যবিপ্রবি উন্নত মম শির ও ইসলামিক কালচারাল সোসাইটিকে। এ ছাড়া অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তন কেন্দ্রে (টিএসসি) বসার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি মোঃ সুমন আলি বলেন, "প্রচণ্ড গরম ও শারীরিক সমস্যার কথা বিবেচনা করে আমরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা অভিভাবক-শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অনেক শিক্ষার্থী আছে যারা দূর-দূরান্ত থেকে পরিক্ষা দিতে আসবে এতে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাদের জন্য আমরা গ্যাসের ঔষধ , বমির ট্যাবলেট, মাথাব্যথা ও জ্বরের ঔষধ রেখেছি। গুচ্ছ সি ইউনিট, বি ইউনিট এবং আজ এ ইউনিট সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও আমরা ফ্রী মেডিক্যাল,পানি-শরবত বিতরণ করেছি। আমরা জুলাই বিপ্লবের সেই ঐতিহাসিক স্লোগান "পানি লাগবে পানি" এই স্লোগান কে সামনে রেখে যাতে জুলাই বিপ্লব হারিয়ে না যায়, তাই এমন কার্যক্রম অব্যাহত রেখেছি।"

এছাড়াও ব্লাড বাংকের সদস্যরা জানান, "যবিপ্রবি ব্লাড ব্যাংক একটি মানবিক কল্যান সংগঠন। আমরা ব্লাড ডোনেট করা, ম্যানেজ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে গুচ্ছ ভর্তি পরিক্ষায় আমরা হেল্পডেক্স দিয়েছি। যেসব জিনিস-পত্র পরিক্ষার কেন্দ্র নিয়ে যাওয়া যায়না যেমন মোবাইল ফোন, ব্যাগ ইত্যাদি সেগুলো আমরা এখানে রাখার ব্যাবস্থা করেছি। পাশাপাশি অভিভাবকদের বসার জন্য সুব্যাবস্থা করেছি। গতকাল কিছু স্টুডেন্ট আগেই এসেছিলো তাদের থাকার ব্যাবস্থা করেছি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছি।"
 

একুশে সংবাদ/যবিপ্রবি.প্র/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!