বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নলছিটি শহর শাখার উদ্যোগে নয়টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা শুক্রবার (৮ আগস্ট) সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করার জন্য এই সভার আয়োজন করা হয়।
সভায় ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম সবুর কামরুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম তুহিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিতে এবং তরুণ সমাজকে সংগঠিত করতে যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মীদের নেতৃত্বে ওয়ার্ড কমিটি গঠন জরুরি বলে উল্লেখ করেন। সভায় নয়টি ওয়ার্ড কমিটি দ্রুত গঠনের লক্ষ্যে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
জানা গেছে, সারাদিনে আরও কয়েকটি ইউনিয়নের প্রস্তুতি সভা একই স্থানে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে