AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেরোবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


Ekushey Sangbad
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
০৫:৩১ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৪
বেরোবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এসময় তিনি বলেন, বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় একদিকে যেমন পরিশ্রম কমেছে, তেমনি কৃষি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কৃষি উদ্ভাবন শিক্ষার্থীদেরকে আগ্রহী ও উপকৃত করবে। কৃষিতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযক্তি উদ্ভাবন করতে পারলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশ থেকে আমদানি নির্ভরতাও কমবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা ড. মুহম্মদ শামসুল হুদা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক, এফএমডি প্রকল্প, বারি, গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল আমিন।  সেমিনারে বেরোবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!