জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
রায়কে ঘিরে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোর থেকেই সেনা ও বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি দেয়—যার পরিপ্রেক্ষিতে তখনও সেনা মোতায়েন করা হয়েছিল।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন। অপর দুই সদস্য হলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ।
মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনই একমাত্র গ্রেফতারকৃত আসামি।
উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ১০ জুলাই সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালের সামনে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

