AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ইবি শিক্ষকদের কর্মবিরতি



সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ইবি শিক্ষকদের কর্মবিরতি

অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে কর্মবিরতি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। 

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেয়। তবে পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত ছিল। তাদের অপর দাবিগুলো হলো- প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন। 

এর আগে গত রোববার একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। এসময় তারা আগামী ৪ জুনের মধ্যে সুরাহা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আমরা কর্মবিরতি করেছি। সকল শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করেছে। আগামী ৪ জুন আমরা ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি পালন করবো।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!