মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় কয়েকদিন ধরে হাঁস-মুরগি খেয়ে আতঙ্ক সৃষ্টি করা একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে রিহাব কেমিক্যাল সংলগ্ন জসিম উদ্দিনের গরুর খামারের পাশে বাঁশঝাড় থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে বিশাল একটি সাপ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়কে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটি অজগর বলে শনাক্ত করেন এবং অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় স্থানীয়দের সচেতন করা হয় যেন বন্যপ্রাণী দেখা গেলে হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, অজগরটি কয়েকদিন ধরে এলাকায় হাঁস-মুরগি খেয়ে ফেলছিল, যা নিয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং রেঞ্জ কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে