AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরের ক্ষুদে মেসি সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান



চাঁদপুরের ক্ষুদে মেসি সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সাফজয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে তার হাতে ফুটবল সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন।

সোহান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে। মাত্র আড়াই বছর বয়স থেকেই বাবার কাছে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে সে। ড্রিবলিং ও দক্ষতায় সবাইকে মুগ্ধ করে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার খেলার ভিডিও। এই ভিডিও নজরে আসে তারেক রহমান ও আমিনুল হকের।

সোহানের বাবা সোহেল প্রধান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার ছেলেকে আজ যথাযথ মূল্যায়ন করা হয়েছে। সবার সহযোগিতায় সে একদিন বড় ফুটবলার হবে।’

আমিনুল হক জানান, ভিডিও দেখেই তারেক রহমান সোহানের পড়াশোনা ও খেলাধুলার সমস্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে তার জন্য ফুটবল সরঞ্জাম ও নগদ অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য প্রতি মাসে একটি সম্মানজনক অনুদান দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করবে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!