AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেইলি রোডের আগুনে জবি শিক্ষার্থীর মৃত্যু


বেইলি রোডের আগুনে জবি শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর হয়েছে। এর মধ্যে মো. নুরুল ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন শিক্ষার্থীও আছেন। বিশ্ববিদ্যালয়ের এমবিএর সন্ধ্যাকালীন কোর্সে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের পর নিহতদের মরদেহ ও দগ্ধদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। এ সময় নুরুল ইসলামের মানিব্যাগে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড পাওয়া যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন বলেন, আমি সকালে খবর পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। যেহেতু সে আমাদের রেগুলার শিক্ষার্থী না, তাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ কিছুটা কম।

তিনি বলেন, এ বিষয়ে বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা যথাসাধ্য নিহতের পরিবারের পাশে থাকবো।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। তদের মধ্যে কেউই শঙ্কামুক্ত না হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের শিকার ভবনটির দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল। এরপর তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টগুলোতে ভিড় হয় ক্রেতাদের। অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল রেস্টুরেন্টগুলোতে। কিন্তু, অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থা ছিল ভবনে। ফলে আগুনের তীব্রতাও ছড়িয়েছে ভয়াবহভাবে।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

টাইমলাইন

  1. ০১:৪৪ পিএম, ২ মার্চ, ২০২৪ মর্গের মেঝেতে পড়ে থাকা সেই ছোট্ট শিশুটির পরিচয় মিলেছে
  2. ০৫:১৬ পিএম, ১ মার্চ, ২০২৪ ‘বাবা বাঁচাও আমাদের’ ফোনের পরই ৩ বোনের মৃত্যু!
  3. ০৫:০০ পিএম, ১ মার্চ, ২০২৪ ভবনে ইমারত বিধিমালা লঙ্ঘন করা হয়েছে: মেয়র তাপস
  4. ০৩:২৯ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডে আগুন: ভবন কর্তৃপক্ষকে ৩ বার নোটিশ দেওয়া হয়েছিল
  5. ০২:৫৩ পিএম, ১ মার্চ, ২০২৪ ‘ভবনে ভেন্টিলেশন ছিল না, নিহতরা ধোঁয়ায় মারা গেছেন’
  6. ০২:৪১ পিএম, ১ মার্চ, ২০২৪ শনাক্ত হয়নি ৬ মরদেহ, হবে ডিএনএ পরীক্ষা
  7. ০১:৩৫ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডের আগুনে ২ সাংবাদিকের মৃত্যু
  8. ০১:২০ পিএম, ১ মার্চ, ২০২৪ যেভাবে বেইলি রোডে আগুনের সূত্রপাত
  9. ০১:১২ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডে আগুন: ৩৫ মরদেহ হস্তান্তর
  10. ০১:০৬ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডের আগুনে জবি শিক্ষার্থীর মৃত্যু
  11. ০১:০১ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডে আগুন: মরদেহ সৎকারে ২৫ হাজার টাকা করে দেবে সরকার
  12. ১২:৫১ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডের আগুনে বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু
  13. ১২:৪৪ পিএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডের আগুনে শেষ পুরো পরিবার, যাওয়া হল না ইতালি
  14. ০৮:৩১ এএম, ১ মার্চ, ২০২৪ ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত: সিআইডি
  15. ০৮:২৪ এএম, ১ মার্চ, ২০২৪ বেইলি রোডে আগুন: ২০ মরদেহ হস্তান্তর
Link copied!