মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।
প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে “কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির আওতায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন আসাদুল বাকী, পরিচালক, মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আরিফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, মৌলভীবাজার; ড. শফি উল্লাহ, এফএও ফিল্ড কো-অর্ডিনেটর; ফারজানা আক্তার, প্রজেক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট; এবং মোর্শেদুল আলম ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা, জুড়ী থানা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ মনিরুজ্জামান। প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন এফএও ফিল্ড কো-অর্ডিনেটর ড. শফি উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আসাদুল বাকী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন সরাসরি মৎস্যসম্পদে পড়ছে। চায়না দোয়ারি জাল দিয়ে পোনা মাছ নিধন, ছোট ছিদ্রযুক্ত বেড় জাল ব্যবহারের কারণে মাছের ডিম ও পোনা নষ্ট হচ্ছে। একইভাবে হাওর ও নদ-নদীতে বিষটোপ বা ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করে মাছ ধরার মতো অবৈধ কর্মকাণ্ড মৎস্যসম্পদকে হুমকির মুখে ফেলছে।
তিনি আরও বলেন, “এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের এখনই জলবায়ু সহনশীল প্রযুক্তি ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় জেলেসহ সকল স্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তাহলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ এবং টেকসই মৎস্যখাত নিশ্চিত করতে পারব।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, “সরকার ও এফএও’র যৌথ উদ্যোগে এই ধরনের কার্যক্রম স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মৎস্য খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে জলবায়ু পরিবর্তন ও মৎস্যসম্পদ সংরক্ষণ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে