ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিনটি রাইস মিলকে মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইনের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘনের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী তিন রাইস মিলকে জরিমানা করা হয়।
শাস্তিপ্রাপ্ত রাইস মিলগুলো হলো: ফারদিন অটো রাইসমিল, মেসার্স মাস্টার এগ্রো ফুড মিল এবং মেসার্স হাজী রমজান আলী অটোরাইস মিল। এর মধ্যে প্রত্যেক রাইস মিলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ, আনসার ও রাইস মিলের মালিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে