AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৭:২৪ পিএম, ২৩ অক্টোবর, ২০২৫

কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এতে ১৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১ নভেম্বর সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণের আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় কমলগঞ্জ প্রেসক্লাব হল রুমে কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচন কমিশনের সদস্য মো. সেলিম উদ্দিন এবং মো. আল আমিন প্রেস ব্রিফিংয়ে প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গুরুত্বপূর্ণ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এম. এ. ওয়াহিদ রুলু পেয়েছেন ‍‍`মোটরসাইকেল‍‍` প্রতীক এবং আশহাবুজ্জামান শাওন পেয়েছেন ‍‍`দোয়াত কলম‍‍` প্রতীক।

সহ-সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে মো. আব্দুল মোক্তাদির পেয়েছেন ‍‍`ছাতা‍‍`, পিন্টু দেবনাথ ‍‍`বাইসাইকেল‍‍` এবং সালাউদ্দিন শুভ পেয়েছেন ‍‍`বালতি‍‍` প্রতীক।

সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম পেয়েছেন ‍‍`চেয়ার‍‍` প্রতীক এবং আব্দুল হাই ইদ্রিসী পেয়েছেন ‍‍`আনারস‍‍` প্রতীক।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে পারভেজ আহমেদ ‍‍`চশমা‍‍`, আহাদ মিয়া ‍‍`তালা‍‍` এবং মোনায়েম খান ‍‍`মই‍‍` প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলমগীর হোসেন ‍‍`মাইক‍‍` এবং রাজু দত্ত ‍‍`টেবিল মার্কা‍‍` প্রতীক পেয়েছেন।

সবচেয়ে বেশি প্রার্থী কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে লড়ছেন পাঁচজন। বিশ্বজিৎ রায় ‍‍`ক্যামেরা‍‍`, সাব্বির এলাহী ‍‍`টেলিভিশন‍‍`, প্রনিথ রঞ্জন দেবনাথ ‍‍`আম‍‍`, মোস্তাফিজুর রহমান ‍‍`টেলিফোন‍‍` এবং শামীম তালুকদার ‍‍`গোলাপ ফুল‍‍` প্রতীক পেয়েছেন।

এদিকে, অর্থ ও প্রচার সম্পাদক পদে রুহুল ইসলাম হৃদয় এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের সদস্য মো. সেলিম উদ্দিন প্রেস ব্রিফিংয়ে আশা প্রকাশ করে বলেন, “আগামী ১ নভেম্বর কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।” প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা এখন পুরোদমে প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!