পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ`র গণসংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ`র আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী বলেছেন, “আমীর পীর সাহেব চরমোনাই আমাকে যে আমানত তুলে দিয়েছেন, আমি যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এজন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি।”
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, “আমি সকলের সঙ্গে নিয়ে বাউফলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে আমি বাউফলের কয়েকটি ইউনিয়নে গিয়েছি এবং দেখেছি মানুষ ইসলামকে জীবন্ত রাখার জন্য এবং ইসলামের দ্বীন বাস্তবায়নের জন্য এক ধরনের গণজাগরণ শুরু করেছে।”
অনুষ্ঠানে বগা ৯নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন (সোরহাব) এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মাদ আবুল হোসাইন হাওলাদার, সদস্য সচিব মাওলানা মুহাম্মদ এইচ. এম. নুরুল আমিন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জালাল আহমেদ মৃধা, মুজাহিদ কমিটির সদর মাওলানা মুহাম্মদ আহম্মদ হুসাইন মারুফ, সহসভাপতি হাফেজ মাওলানা আসাদুজ্জামান নূর এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাকির হোসাইন জিহাদী প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে