AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববিতে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান


Ekushey Sangbad
জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
০৬:৫১ পিএম, ২৮ নভেম্বর, ২০২৩
ববিতে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। 

মঙ্গলবার (২৮ নভেম্বর ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সজিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে ২০জন রোভার এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সামনের যাত্রী ছাউনী, ভিসি গেটের সম্মুখে ও পিছনের আগাছা পরিষ্কার এবং ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পড়ে থাকা ময়লা আর্বজনা আগাছা পরিষ্কার করেন। প্রায় দুই ঘন্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ১০বস্তা বর্জ্য জমা হয়। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয় বলে রোভার সূত্রে জানা যায়।

এ বিষয়ে সিনিয়র রোভারমেট মো:সজিবুল ইসলাম রাসেল বলেন, বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের গ্রুপ সম্পাদক তানিয়া ম্যামের নির্দেশনায় ও আরহাম সাইদ ভাইয়ের সার্বিক তত্ত্ববধানে আজকের কার্যক্রম পরিচালনা করি৷

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!