বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে ৭২৬ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। রবিবার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলার শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সোহেল রানা সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সোহেল রানার সার্জেন্ট পদে নিয়োগের এমন সাফল্য জানতে পেরে শেরে বাংলা হল প্রাধ্যক্ষ আবু জাফর মিয়া তাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।
সোমবার (১০ জুলাই) দুপুর ২টায় শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ রুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার উপস্থিতে অন্যান্যের মধ্যে সেকশন অফিসার জসীম উদ্দীন ও কেয়ারটেকার গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন৷
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী সোহেল রানার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামে৷ খয়রাবাদ স্কুল থেকে মাধ্যমিক ও আতাহার উদ্দিন হাওলাদার ডিগ্রী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন৷
সংবধর্না পাওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সোহেল রানা বলেন, নিসন্দেহে এটি একটি চমকার ও প্রশসংনীয় উদ্যোগ৷ শেরে বাংলা হল কর্তৃপক্ষের এমন আয়োজনকে সাদুবাদ জানাই। এমন আয়োজনে হলের আবাসিক শিক্ষার্থীরা পড়ালেখায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হবে৷ এমন কর্মকান্ড চালু থাকলে হলের সুনাম ও সম্মান বৃদ্ধি করবে।
শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়া বলেন, যেখানে গুণীর কদর হয় না সেখেনা গুণীর জন্ম হয় না এমন একটা প্রবাদ আছে৷ সে প্রেক্ষাপটে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন৷ শেরে বাংলা হলের যেকোন শিক্ষার্থীর সন্মানজনক অবস্থান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের৷ আমি আশা করি, এমন আয়োজনের মাধ্যমে অন্যান্য সব আবাসিক শিক্ষার্থীরা অনুপ্রেরণিত হবে এবং ভবিষ্যতে তারাও নিজেদেরকে সর্বোচ্চ সাফল্যের শিখরে নিয়ে যেতে উদ্বুদ্ধ হবে৷
প্রসঙ্গত, সার্জেন্ট অব পুলিশ পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে সর্বোমোট ১৩ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন৷
একুশে সংবাদ/জা.হ.প্র/জাহা