AB Bank
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থী প্রতি ব্যয় বেড়েছে ডিআইইউতে


Ekushey Sangbad
রেজোয়ানুল হক রিজু, ডিআইইউ
০৪:৫৭ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩
শিক্ষার্থী প্রতি ব্যয় বেড়েছে ডিআইইউতে

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ২০২০ শিক্ষাবর্ষের তুলনায় ২০২১  শিক্ষাবর্ষে শিক্ষার্থী প্রতি ব্যয় বাড়িয়েছে।

 

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৪৮ তম প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে৷ 

 

ইউজিসির ৪৮ তম প্রতিবেদনে দেখা গেছে, এ বছর শিক্ষার্থী প্রতি বরাদ্দ প্রায় ৩৯,৫৮১টাকা৷ অপরদিকে এর আগের বছর ইউজিসির ৪৭ তম প্রতিবেদন এ দেখা যায় শিক্ষার্থী প্রতি বরাদ্দ ছিলো  প্রায় ৩৮,৫৭৪টাকা। ২০২০ শিক্ষাবর্ষের তুলনায় ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী প্রতি প্রায় ১০০৩ টাকা বেশি খরচ করা হয়েছে। 

 

 এ বিষয়ে ইউজিসির পোস্ট ডক্টোরাল ফেলো ড. মিল্টন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি একুশে সংবাদকে বলেন, এটি খুবই সুসংবাদ, শিক্ষার্থীদের পেছনে ব্যয় বাড়ানো দরকার। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থী প্রতি বিশ্ববিদ্যালয়ের ব্যয় বাড়ানো ইতিবাচক দিক।

 

 এই শিক্ষাবিদ আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধা আরও বাড়াতে হব। শিক্ষার্থীদের খরচ চালাতে যাতে তাদের অভিভাবকদের হিমসিম নাহ খেতে হয় সে দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজর দিতে হবে। তবেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।

 

একুশে সংবাদ.কম/রে.হ.রি.প্রতি/সা’দ

Link copied!