নানা আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (৩ সেপ্টপম্বর) রাজধানীর আহসান মঞ্জিলে এই বনভোজনে সাংবাদিক সমিতির সদস্য ও উপেদেষ্টারা উপস্থিত ছিলেন৷
সংগঠনের সভাপতি মুছা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির উপদেষ্টা রাজিউর রহমান, মুরাদ হুসাইন, সামছুল আলম সাদ্দাম ও তাহিয়া রুবাইয়াত অপলা৷
পরিকল্পনা অনুযায়ী গত ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকেই আহসান মঞ্জিলের উদ্দ্যেশে রওনা হয় এবং সকলে মিলে গান, আড্ডা, ঘরাঘুরি, র্যাফেল ড্র ও দর্শনীয় স্থান ঘুরে দিনটি উপভোগ করেন।
প্রতিদিনের মতো রাজধানীর রাস্তায় জ্যাম ঠেলে ভ্রমণের অভিজ্ঞতাও কোনো উপন্যাসের অভিযানের চেয়ে কম নয়৷ তেমনি ঢাকার যানজট যাত্রীদের ক্লান্ত করে তোলে, বাড়িয়ে তোলে তিক্ততা৷ অনেকটা সময় ব্যয় হয়ে যায় ঢাকার সড়কেই। কিন্তু ঢাকা জ্যাম থেকে বেরিয়ে সবুজের মাঝে নিমিষেই সব ক্লান্তি মুছে যায় সবার৷ ফেরার পথে সকলের রিক্সায় যাত্রার আনন্দকে দ্বিগুণ করে তোলে৷
সারা মাসের পড়ালেখা ও কাজের চাপ আর নিজস্ব জীবনযাত্রা শিক্ষার্থীদের করে তোলে বিষাদগ্রস্ত ও কর্মবিমুখ৷তাই সবার অবসাদ দূর করে, কাজের মাঝে পূর্ণ উদ্যমে ফিরিয়ে আনতে এ সফর কাজ করে ঔষধের মতো৷
একুশে.সংবাদ/এসএ/
আপনার মতামত লিখুন :