ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত শিক্ষক এস. এম. ইব্রাহিম শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২০ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামী ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা সোহরাব হোসেন নিহত শিক্ষকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
তিনি এ সময় নিহতের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন, তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং শিক্ষক ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনায় তার কবর জিয়ারত করেন। সফরে তার সঙ্গে ছিলেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি মো. ওয়ালিউজ্জামান, জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক এস. এম. ইব্রাহিম শেখ (৪৫) নিহত হন। এতে দুই শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হন। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছিলেন এবং এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফুকরা ঈদগাহ এলাকায় গ্রামের ভেতর থেকে ওঠা আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চারজনই আহত হন। পরে সালথা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিম শেখকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষকের অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই একজন প্রিয় শিক্ষক ও মানবিক মানুষকে হারিয়ে শোকাহত।
একুশে সংবাদ/এ.জে