AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি সাহিত্য সংসদের নতুন নেতৃত্ব


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০২:১৮ পিএম, ১৩ এপ্রিল, ২০২২

ইবি সাহিত্য সংসদের নতুন নেতৃত্ব

ছবি: একুশে সংবাদ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল কাফিকে সভাপতি ও একই বিভাগ ও শিক্ষাবর্ষের পলাশ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খাদিজাতুল কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদা খানম আশা। সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আকাশ।

এছাড়াও ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে এস এম রিফতি রহমাত, নিরব বিশ্বাস, রাশিদুল ইসলাম নাইম, আকলিমা আক্তার প্রিয়া, তাসনিম তিশা ও নুসরাত নাইসকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মকান্ড পরিচলনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ। সংগঠনটির উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘শব্দতট’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দেয়ালিকা প্রকাশ এবং ‘অতন্দ্র’ নামে সাময়িকী প্রকাশ। এছাড়াও নানামাত্রিক জ্ঞানার্জন ও তরুণ লেখক সৃষ্টির উদ্দেশ্যে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন করে আসছে সাহিত্য সংসদ।


একুশে সংবাদ/আবির হোসেন/এইচ আই

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!