AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নোবিপ্রবিতে অনলাইনে শুরু চূড়ান্ত পরীক্ষা  


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:০২ পিএম, ১২ জুলাই, ২০২১
নোবিপ্রবিতে অনলাইনে শুরু চূড়ান্ত পরীক্ষা  

অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজ সোমবার(১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও অণুজীববিজ্ঞান বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে অনলাইনে পরীক্ষা কার্যক্রম শুরু হলো । 

জানা গেছে, প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবহার করে গুগল ক্লাসরুমে চলে এ পরীক্ষা। এর আগে গত ২৮, ২৯ ও ৩০ জুন টানা তিনদিন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি  অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে অনলাইন পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে দুই সেশনে তিন ঘণ্টা করে অনুষ্ঠিত হয়। হাতে-কলমে প্রশিক্ষণ পান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সকল শিক্ষক, প্রত্যেক বিভাগের প্রত্যেক ব্যাচের শ্রেণী প্রতিনিধিসহ ৪-৫ জন করে প্রায় ৬ শত  শিক্ষার্থী এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করা কর্মকর্তারা। 

প্রশিক্ষণ কর্মসূচিতে  প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার রুলস রেগুলেশন  এবং কিভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীরা আবার বিষয়গুলো বিভাগের অন্য সহপাঠীদের বুঝিয়ে দেন।  

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফরিদ দেওয়ান বলেন, 'আমরা শিক্ষার্থীদের আগে ডেমো পরীক্ষা নিয়েছিলাম। সবকিছু আগেই বুঝিয়ে দেয়া হয়েছে তাদের।  করোনার কারণে শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত। অনলাইনে দ্রুত পরীক্ষা নিয়ে সেশনজটের কবল হতে তাদের মুক্তি দিতে চাই।'

অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, 'আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী জুলাই মাসে এবং ঈদের আগেই অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু করেছি।' 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, 'দীর্ঘ ১৫-১৬ মাসের এই করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছে। বারবার চেষ্টা করেও আমরা পরীক্ষা নিতে পারিনি। আমাদের শিক্ষার্থীরা মার্চ মাসে পরীক্ষা দিতে নোয়াখালী এসেও ফিরে গিয়েছিল। পরিস্থিতির কারণে পরীক্ষা নিতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার বিকল্প নেই। আজ দুই বিভাগের পরীক্ষা চলছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সকল বিভাগের পরীক্ষা শুরু করতে পারবো।'

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজটের কবল থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে গত ২৩ জুন বুধবার অ্যাকাডেমিক কাউন্সিলের এক বৈঠকে নোবিপ্রবি প্রশাসন অনলাইনেই চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

 

একুশে সংবাদ/নারগিস/প

Link copied!