বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার ও সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ করে এক সংবাদ সম্মেলনে আসরের বিস্তারিত সূচি, নিলামের তারিখ এবং দলসংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
ঘোষণা অনুযায়ী, বিপিএলের ১২তম আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর। তার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি।
এর আগে, ৩০ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে ৫০০–র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করলেও শেষ পর্যন্ত ২৫০ জনকে শর্টলিস্ট করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু।
এবারের বিপিএলে দল থাকবে মোট ছয়টি। দীর্ঘদিন পর নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যোগ হলো ‘নোয়াখালী এক্সপ্রেস’, যার মালিক দেশ ট্রাভেলস।
অন্যান্য পাঁচ দল হলো—
রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস
ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)
সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি
চট্টগ্রাম রয়্যালস – ট্রায়াঙ্গাল সার্ভিস
রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ
নতুন দল যুক্ত হওয়ায় প্রতিযোগিতা আরও জমজমাট হবে বলে মনে করছেন আয়োজকেরা। বিশেষ করে ড্রাফটে শীর্ষ বিদেশি ও স্থানীয় তারকাদের নিয়ে তীব্র লড়াইয়ের আভাস মিলছে।
এখন ক্রিকেটবিশ্বের দৃষ্টি ৩০ নভেম্বরের ড্রাফটে—কোন দল কাকে দলে টানে এবং কারা শেষ পর্যন্ত মঞ্চ মাতাতে নামবে, তা নিয়েই উত্তাপ বাড়তে শুরু করেছে বিপিএল–অঙ্গনে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

