AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪০ পিএম, ২৬ নভেম্বর, ২০২৫

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টানা তৃতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বুধবার (২৬ নভেম্বর) চীনের চংকিংয়ে অনুষ্ঠিত এ ম্যাচে জোড়া গোল করেন দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এছাড়া একটি করে গোল করেন ইকরামুল, মানিক ও বায়েজিদ।

ম্যাচের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক বেশ কয়েকটি শট প্রতিহত করলেও লাল-সবুজদের ধারাবাহিক আক্রমণে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যায়নি প্রতিপক্ষের।

২৪তম মিনিটে আরিফের নিখুঁত পাসে হেড থেকে ইকরামুল গোল করে বাংলাদেশের গোলধারা শুরু করেন। ২৯তম মিনিটে অপুর চমৎকার পাস থেকে মানিকের দারুণ ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

May be an image of football, American football and text

বিরতির পর ৬৪তম মিনিটে রিফাতের পাস পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে শীতল মাথায় গোল করেন অধিনায়ক ফয়সাল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দূরপাল্লার শটে বায়েজিদ স্কোরলাইন ৪-০ করেন। ইনজুরি সময়ে হাফ-ভলিতে লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ফয়সাল।

এই জয়ে বাছাইপর্বে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দুর্দান্ত লয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!