আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এলাকায় যারা ছোট-বড় মাস্তানি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের নির্বাচনের আগেই আইনের আওতায় আনা হবে। প্রশাসন এবার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কোনো অপশক্তি পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান ইসলাম, রূপগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আবরার, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দীন, আনসার কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা রূপগঞ্জের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং এলাকায় অপরাধ দমন, মাদক প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও যুবসমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সামনের নির্বাচনকে ঘিরে প্রতিটি ইউনিয়নে গুজব প্রতিরোধে সচেতনতা বাড়ানো, ভোটকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

