“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ সাতদিনব্যাপী মেলার উদ্বোধনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার ( ২৬ নভেম্বর ) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সারোয়ার জাহান মানিকের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ওসি (তদন্ত) এস.এম. রিয়াজুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানবীন রুবাইয়া সিদ্দিকী, লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি মো. শাহ্ আলম সেলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত সরকার প্রমুখ।
প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে বিভিন্ন প্রজাতির পশু ও পাখির ২৬টি স্টল অংশগ্রহণ করবে। অনুষ্ঠান চলবে সাতদিনব্যাপী।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

