পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মচারীবৃন্দ নবম পে স্কেল বাস্তবায়নে বিলম্ব ও প্রহসনের প্রতিবাদে মানববন্ধন করেছেন। আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বৈষম্য নিরসন করে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি পাবনা জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।
পাবিপ্রবি পরিবহন পুলের ড্রাইভিং স্টাফ মো: আব্দুল আলিম বলেন, "আমি দীর্ঘদিন যাবৎ কর্মচারী পরিষদের সাথে যুক্ত। কর্মচারীদের দুর্ভোগ দীর্ঘদিনের। বর্তমানে যে পে-স্কেল পাই, তা দিয়ে নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই করে সংসার চালানো দায়। ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ বহন করতেও হিমশিম খেতে হয়। আমরা চাই নবম পে স্কেল সরকার দ্রুত বাস্তবায়ন করুক।"
গেস্ট হাউস অ্যাটেনডেন্ট মো: আল আমিন বলেন, "আমাদের বেতনে যা পাই, তা দিয়ে বাসাভাড়া ও অন্যান্য খরচ মেটানোর পর দশ দিনের বেশি চলা কোনো কর্মচারীর পক্ষেই সম্ভব না। আমরা অন্তত ৩০ দিন যেন স্বাভাবিকভাবে চলতে পারি—এই দাবি আমাদের। আমরা তো কোনো বিলাসিতা চাই না।"
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

