দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। মাত্র এক বছরে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এ উদ্বেগজনক চিত্র।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা এখন খেলাপি, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
গত বছরের একই সময় খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। অর্থাৎ বছরে খেলাপির পরিমাণ দুই গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
এর আগে, জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৪ দশমিক ৪০ শতাংশ। তারও আগে মার্চে খেলাপির হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা,কঠোর নিয়মনীতি কার্যকরের ফলে,নজরদারি জোরদার হওয়ায় এবংদীর্ঘদিনের লুকানো খেলাপি ঋণ সামনে আসায়
সাম্প্রতিক সময়ে খেলাপির অঙ্ক দ্রুত বেড়েছে।
তাদের মতে, প্রকৃত চিত্র প্রকাশের ফলে খেলাপির হার বেড়ে গেলেও এটি ব্যাংকিং খাতকে সুশাসনের পথে ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

