আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির নির্বাচন প্রস্তুতি এখন আরও ত্বরান্বিত হয়েছে। বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় বুধবার (২৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয় জোরালো গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি।
উজানী ইউনিয়নে আয়োজিত এ গণসংযোগে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাড়ি ও বাজার এলাকায় ব্যাপক প্রচারণা চালান, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত মুন্সী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনোরঞ্জন বিশ্বাস, উজানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ মোল্যা, সাধারণ সম্পাদক আশফাকুল আলম পলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহম্মেদ মিজু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহিন সিকদার অন্তর প্রমুখ।
গণসংযোগ চলাকালে বক্তারা বলেন,জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
অংশগ্রহণকারীরা জানান, ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে এবং তারা নির্বাচনে বিজয় সম্পর্কে আশাবাদী।
গণসংযোগের মাধ্যমে উজানী ইউনিয়নের নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে এবং স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

