AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে সুজনের গোলটেবিল বৈঠক



জামালপুরে সুজনের গোলটেবিল বৈঠক

জামালপুরে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকটি আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন জামালপুর জেলা কমিটি, মূলমন্ত্র হিসেবে ধারণ করে “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”।

বৈঠকে সভাপতিত্ব করেন সুজন জামালপুরের সভাপতি অজয় কুমার পাল। এতে বক্তব্য রাখেন সুজন ময়মনসিংহ মহানগর কমিটির সম্পাদক আলী ইউসুফ, আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, সুজন জামালপুরের সহসভাপতি শামীমা খান, অ্যাডভোকেট ইউসুফ আলী, সম্পাদক সাজ্জাদ হুসেন, সুজন শেরপুরের সম্পাদক মো: শওকত আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা।

বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, সুন্দর ও প্রভাবমুক্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।

এছাড়া সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুসরণ, অংশগ্রহণকারীদের যথাযথ ভূমিকা পালন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এবং জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ বিস্তারে সরকার ও রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বৈঠকে জেলার বিভিন্ন উপজেলা থেকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!