সিলেটে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে জয়ের পথে বাংলাদেশ। দ্বিতীয় দিনে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি এবং মুমিনুল হক ও সাদমান ইসলামের ধারাবাহিক ইনিংসের ওপর ভর করে আজ তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের জুটি দলের জন্য বড় লিড গড়েছে। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেন।
আজ (১৩ নভেম্বর) দিনশেষে আয়ারল্যান্ড ২৯ ওভারে ৫ উইকেটে ৮৬ রান তুলেছে। বাংলাদেশ ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছিল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড বিপর্যয়ে পড়েছে। নাহিদ রানা চতুর্থ ওভারে ক্যাড কারমাইকেলকে বোল্ড করে প্রথম উইকেট নেন। এরপর পল স্টার্লিং ও হ্যারি ট্যাক্টর ৪৭ রানের জুটি গড়লেও শান্ত স্টার্লিংকে রানআউট করে জুটি ভেঙে দেন। কিছুক্ষণ পর তাইজুল মুল্যায় ট্যাক্টরকে এলবিডব্লিউ আউট করেন।
বাংলাদেশ বোলিংয়ে জ্বলে উঠেছেন হাসান মুরাদ। পরপর দুই ওভারে কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকারকে আউট করেন তিনি।
এর আগে সকালেই দুই অপরাজিত ব্যাটারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ২৮৬ বলে ১৭১ রানে আউট হন। মুমিনুল হক ১৩২ বলে ৮২ রান করেন। মুশফিকুর রহিম ৫২ বলে ২৩ রানে আউট হন।
পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন শান্ত। লিটন ৬৬ বলে ৬০ রানে আউট হন, শান্ত ১১৪ বলে ১০০ রানে অপরাজিত থাকেন।
শেষ দিকে মিরাজ ১৭, হাসান মুরাদ ১৬ রান করেন। অপরাজিত থাকেন হাসান মাহমুদ ১৩ ও নাহিদ রানা ৪ রানে। চতুর্থ দিনে টাইগাররা ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ নিয়ে মাঠে নামবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

