সিলেট টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটিং দাপট চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে ২৮৬ রানে থেমেছিল আয়ারল্যান্ড, তবে তৃতীয় দিনের প্রথম সেশনে টাইগাররা ৪৪৭ রানের সংগ্রহ গড়ে নাজমুল হোসেন শান্ত ফিফটি পূর্ণ করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫০১ রানে। শান্ত ৮৮* এবং লিটন কুমার দাস ৪৯* রান করে অপরাজিত থাকেন। এতে টাইগারদের লিড ২১৫ রানে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন দ্বিতীয় দিনে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় (১৬৯*) ও মুমিনুল হক (৮০*)। মাত্র ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন জয়। ২৮৬ বলে ১৭১ রানের ইনিংসটি তার। এরপর ৯ বলের মধ্যে সাজঘরে ফেরেন মুমিনুল, ১৩২ বলে ৮২ রান করেন তিনি।
এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মুশফিক বড় ইনিংস গড়তে পারেননি; ৫২ বলে ২৩ রানে আউট হন। তবে অপর প্রান্তে শান্ত অপরাজিত থাকেন এবং ফিফটি পূর্ণ করেন। তাকে সঙ্গ দেন লিটন কুমার দাস। দুজনের ব্যাটে ভর করে টাইগাররা লাঞ্চে ৪ উইকেট হারিয়ে ৪৬০ রানে পৌঁছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

