আড়াইহাজারে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণসহ নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানান, লকডাউন কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে কাকাইলমোড়া এলাকায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয়। এর ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোরে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে পরিণত হয়। এ সময় পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে তিনটি বিস্ফোরিত হয়।
সংঘর্ষে আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), কামাল হোসেন (৩৪) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আছমা আক্তার, গিয়াসউদ্দিন মিয়া ও হাবিবুল্লাহ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের সময় কাকাইলমোড়া এলাকার রতন মোল্লার মুদি দোকানেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

