মাসব্যাপী চলা টাইফয়েড প্রতিরোধমূলক টিকা কার্যক্রম বৃহস্পতিবার কোটচাঁদপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে মোট ৩৮,৯৬৮ জন শিশু টিকা পেয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, টিকা নেওয়া শিশুদের মধ্যে স্কুল পর্যায়ের রয়েছে ১৮,৯৫৮ জন এবং কমিউনিটি পর্যায়ে ১০,৫৫৩ জন। এছাড়া পৌরসভায় ১০,৬৬৬ জন শিশু টিকা গ্রহণ করেছে।
এ বিষয়ে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জাহাঙ্গীর কবির শাহীন বলেন, “টাইফয়েড প্রতিরোধে কোটচাঁদপুরে ৩৮,৯৬৮ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের নিচে বয়সী শিশুদের টিকা দেওয়া হয়েছে। টিকা কার্যক্রম ১২ অক্টোবর শুরু হয় এবং মাসব্যাপী চলেছে। বৃহস্পতিবার সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

