পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আয়োজিত গুণীজন সম্মাননা ২০২৫ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। “নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর মতিঝিলের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়, এবং সভাপতিত্ব করেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, এবং উদ্বোধক ছিলেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ আনোয়ার উজ্জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন, মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান ভুইয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাবুদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন সিকদার, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, ডাক্তার ইয়াসিন আলী, এবং ভিশন বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুল্লা।
উল্লেখযোগ্য গুনীজনদের মধ্যে ১৯৩তম রক্তদান করে বিশ্বের অন্যতম রেকর্ড গড়ার জন্য মোঃ জাবেদ নাসিম, মানবিক ব্যক্তিত্ব লায়ন এ এইচ রোমিও, এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ তসলিম হাসানসহ প্রমুখকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অসহায় ও সুবিধাবঞ্চিতদের সহায়তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, নারী অধিকার রক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানটি নৈশভোজের মাধ্যমে সমাপ্তি লাভ করে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

