নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আহ্বানে আগামী ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মোংলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ। দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর প্রশাসন সতর্কতা বৃদ্ধি করেছে।
মোংলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মানিক চন্দ্র গাইন জানান, “কর্মসূচির সময় যেকোনো ধরনের নাশকতা বা আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতিমধ্যেই পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে।”
ওসি আরও বলেন, “জনগণের নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।”
মোংলা উপজেলা প্রশাসন ও পুলিশ জনগণকে গুজবে কান না দেওয়ার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্বে থাকবে এবং কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সহ্য করা হবে না।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

