নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ খেলতে বিকেল ৫টার পর ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফ্লাইট মিস করায় নির্ধারিত সময় দুপুর ১২টায় তার আসা সম্ভব হয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর তিনি টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যান, যেখানে জাতীয় দলের অন্য খেলোয়াড়রা অবস্থান করছেন।
লেস্টার সিটির এই মিডফিল্ডার মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দেবেন।
ট্রাফিক জ্যামে আটকে পড়ায় সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় বাফুফের নির্ধারিত ফ্লাইট মিস করেন হামজা। পরে নিজ উদ্যোগে নতুন ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। দলের ম্যানেজার আমের খান জানান, বিকল্প ফ্লাইটে তার আসার ব্যবস্থা করা হয়েছিল, এবং তিনি সময়মতোই পৌঁছেছেন।
অন্যদিকে, আরেক ফুটবলার শমিত শোম আগামীকাল রাতে ঢাকায় আসবেন।
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

