AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০৭ পিএম, ৭ নভেম্বর, ২০২৫

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের অভিযোগ ঘিরে আলোচনার ঝড় বইছে ক্রিকেট অঙ্গনে। এবার এই বিষয়ে মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি স্বাধীন তদন্ত কমিটি গঠনের পাশাপাশি অন্যান্য ভুক্তভোগীদেরও সাহসের সঙ্গে সামনে আসার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, “জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সেগুলো অত্যন্ত গুরুতর। যদি এসব সত্য হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। নারী হোক বা পুরুষ— যে কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য।”

বিসিবির অভ্যন্তরে নয়, বরং বাহিরে স্বাধীন তদন্ত কমিটি গঠনের পরামর্শ দেন তামিম। তার ভাষায়, “বিসিবি একটি তদন্ত কমিটি করেছে, তবে আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে এমন একটি স্বাধীন কমিটি গঠন করা দরকার যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবে না। এতে তদন্তে কোনো পক্ষপাতের সুযোগ থাকবে না। দ্রুততার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।”

জাতীয় দলের পরিবেশ নিয়ে জাহানারার পূর্বের অভিযোগ নিয়েও বিসিবির অবস্থান প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। “একজন খেলোয়াড় যখন এত গুরুতর অভিযোগ তোলেন, সেটি যাচাই না করে উড়িয়ে দেওয়া ঠিক নয়,” বলেন তামিম।

একই সঙ্গে তিনি নারী ক্রিকেটারদের প্রতি অনুরোধ জানান, “যারা অতীতে বা বর্তমানে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, সবাই সাহস নিয়ে কথা বলুন। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষায় সত্য প্রকাশ জরুরি। আমরা যারা আছি, আপনাদের পাশে থাকব।”

তামিম আরও সতর্ক করে বলেন, “যদি জাহানারার অভিযোগে ন্যায়বিচার না হয়, তাহলে ভবিষ্যতে মেয়েরা খেলাধুলায় আসতে ভয় পাবে। এটা দেশের ক্রীড়াঙ্গনের জন্য বড় ক্ষতি হবে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!