বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে নারী দলে “সিন্ডিকেট”, সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমান এবং অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনেন জাহানারা।
এরপর এক অনলাইন সাক্ষাৎকারে তিনি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও করেন। তবে বিসিবি প্রথমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়।
তবে নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাহানারা আলমের উত্থাপিত অভিযোগসমূহ যাচাই ও তদন্তের জন্য বিসিবি একটি কমিটি গঠন করেছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

