AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুমকিতে অযত্নে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৭:০৪ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

দুমকিতে অযত্নে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি

পটুয়াখালীর দুমকিতে সড়ক ও জনপদ বিভাগের ফেরি বিভাগের অধীনে থাকা কোটি টাকার দুটি ফেরি অযত্ন-অবহেলায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

খোলা আকাশের নিচে পড়ে থাকা ফেরিগুলোর যন্ত্রাংশ একে একে রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। রোদ-বৃষ্টি, পানি ও কাঁদার কারণে ফেরিগুলোর শরীরে মরিচা ধরে অচল হয়ে পড়েছে।

স্থানান্তর না হওয়া, রক্ষণাবেক্ষণের অভাব এবং তদারকির অনুপস্থিতিতে সরকারি এই মূল্যবান সম্পদ এখন প্রায় লোহার স্তূপে পরিণত হয়েছে।

২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্দেশে ফেরি দুটি তার নিজ বাড়ির সামনের পায়রা নদীর বাহেরচর এলাকায় এনে রাখা হয়।

এরপর থেকে ফেরি দুটি অকেজো অবস্থায় পড়ে আছে। এর মধ্যে অধিকাংশ মূল্যবান যন্ত্রাংশ ইতোমধ্যে চুরি হয়ে গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরিগুলোর ভেতর এখন আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। নিচের অংশ কাঁদা ও পানির নিচে ডুবে আছে, শরীরে মরিচা পড়েছে, আর শ্রমিকদের পদচারণা না থাকায় পুরো জায়গাজুড়ে আগাছা গজিয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, “সরকারি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে—এটা দেশের ক্ষতি। এগুলো নিলামে বিক্রি করে বা অন্যত্র কাজে লাগানো উচিত।”

একই এলাকার বাসিন্দা মো. শাহিন বলেন, “অচল ফেরিগুলো সংস্কার করা হলে বা নিলামে বিক্রি করলে তা থেকে সরকারের আয় বাড়বে এবং জনসেবা সম্প্রসারিত হবে।”

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, “বাহেরচর এলাকায় ফেরি দুটি পড়ে আছে—বিষয়টি আমাদের জানা আছে। খুব দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, দীর্ঘদিন ধরে ফেলে রাখা এই ফেরিগুলো সরকারি সম্পদের প্রতি চরম অবহেলার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কোটি টাকার এই সম্পদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!